শেখ আছলামঃউন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাটাভোগ ইউনিয়ন ১,২ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নৌকা বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহশ্পতিবার ২১ডিসেম্বর বিকেল ৫টায় শ্রীনগর পল্লী বিদ্যুতের অফিসের অপর পাশে পদ্মা ফিউচার পার্কের নিচে খোলা আঙ্গিনায় এই মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পাটাভোগ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আঃলীগের সভাপতি শাহআলম মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জীবন মোল্লার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ মিথুন।
আরও ছিলেন,বীরমুক্তিযোদ্ধা আঃ লতিফ,উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম লিটন,থানা যুবলীগের ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন,পাটাভোগ ইউনিয়নের শ্রমিক লীগের সাবেক সভাপতি ইউনুছ মৃধা,আবুুল হাসেম মিন্টু মাস্টার,জাহাঙ্গীর আলম জিকু,সোহেল সাহরিয়ার,শহিদুল ইসলাম স্বাধীন,জীবন মোল্লা,মোঃ ইকবাল হোসেন,মোঃ বিদ্যুৎ,সুজন শিকদার,শ্রীনগর কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ শামীম,মোঃ আমির হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সভায় অতিথিগন স্থানীয় আওয়ামীলীগ তৃনমূল নেতাদের সাথে আগামী নির্বাচন নিয়ে আলোচনা করা সহ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে নানামুখি তথ্য তুলে ধরেন এবং আগামী নির্বাচনে শ্রীনগর-সিরাজদিখানের মুন্সীগঞ্জ-১আসনে নৌকার মাঝি মোঃ মহিউদ্দিনকে জয়ী করার লক্ষে একসাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।