মোস্তাকিম আহমেদ আলিফঃ
৫১তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ক্রিকেট ফাইনাল প্রতিযোগীতায় সমষপুর উচ্চ বিদ্যালয় রানার আপ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে শাহজাহানপুর সরকারি রেলওয়ে উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রীদের এ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
সেমিফাইনাল খেলায় রাজবাড়ী জেলা ও গাজীপুর জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে সমষপুর উচ্চ বিদ্যালয়। ফাইনাল খেলায় ঢাকা মহানগরীর সাথে হাড্ডাহাড্ডি খেলে সমষপুর উচ্চ বিদ্যালয়ের মেয়েরা রানার আপ হয়। বিজয়ী ও রানার আপ ক্রিকেট টিমের হাতে পুরস্কার তুলে দেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা শিক্ষা অফিসার আব্দুল মুজিদ, উপ-পরিচালক আব্দুল কাদের, সমষপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল রহিম সহ ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।