মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবসে নারী অগ্রগতিতে নেতৃত্ব দিয়ে অংশগ্রহণমূলক ভূমিকা রাখায় ও সমাজ উন্নয়ন অসামান্য অবদান রেখে নারী ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শাখার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরুজা বেগম।
শনিবার ৯ডিসেম্বর সকাল ১০টার সময় উপজেলা কনফারেন্স কক্ষে নারী নেতৃত্ব স্বয়ংক্রিয় অংশগ্রহণের মাধ্যমে, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশের শীর্ষক কার্যক্রমের আওতায় সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ।
আরও উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল সহ সংস্থার কর্মচারী কর্মকর্তাবৃন্দ।