শ্রীনগর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা এবং স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামিলীের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহনে শ্রীনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে স্মৃতিচারণ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন।
মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান ও মোশারফ হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকবাল হোসেন মাষ্টার, মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন,মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন তালুকদার,উপজেলা আঃলীগ সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হারুন উর রসিদ,শিক্ষক প্রতিনিধি আমজাত হোসেন,আঃলীগ নেতা মোঃ মামুন,পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজ উদ্দিন বেপারী ও সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ মিথুন,শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল মোল্লা,বীরতারা ইউঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ প্রমূখ।
এ সময় বক্তারা স্মৃতিচারণ করে বলেন, ১৯৭১ সালের নভেম্বর মাসে অবিরাম আক্রমণ এবং ধারাবাহিক যুদ্ধের প্রক্রিয়ায় শ্রীনগরের পাকবাহিনী কোণঠাসা হয়ে পড়লে ১৭নভেম্বর বুধবার শ্রীনগরে পাকিস্তানি হানাদার মুক্ত হয়।শ্রীনগর থানায় সর্বপ্রথম ক্যাম্প তৈরি হয় মজিদপুর দয়হাটা কফিলউদ্দীন চৌধুরী বাড়ির পাশে।পাকিস্তানি বাহিনী শ্রীনগরে যে ঘাটি গড়েছিল ১৯৭১ সালের আজকের এই দিনে অর্থাৎ ১৭ নভেম্বর তা গুটিয়ে নিতে বাধ্য হয়। পাকবাহিনী পালিয়ে যাওয়ার সময় বীর মুক্তিযোদ্ধারা পাক সেনাদের উপরে আক্রমন চালিয়ে তাদের অনেককেই হত্যা করেন।