তুষার আহাম্মেদ – মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রামেরগাও এলাকার বখাটে, মাদকাসক্ত এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে মাহিম দেওয়ান(২৩) পিতা: সমা দেওয়ান এর বিরুদ্ধে। মাটি ভাড়া নিয়ে বসবাস করে আসছে সমা দেওয়ান। টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বুধবার (৯ আগস্ট) বিকাল ৫টায় রামের গাও মাহিম দেওয়ানের নিজ ঘরে নিয়ে ৯ বছরের শিশুকে বলৎকার করেছে মাহিম দেওয়ান। চিৎকার, চেচামেচি ও মাগো,মাগো করতে করতে ছেলে দৌড়ে বাড়িতে আসলে শিশুর বাবা-মা তার পায়ু পথে রক্তাক্ত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। ভিকটিম শিশুটি বর্তমানে ১২নং বেডে ব্যথায় কাতরাচ্ছে। শিশুর পায়ুপথের বিভিন্ন স্হানে মারাত্নক জখম হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডা: মো: সোহাগ হাসান বলৎকারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভিকটিম আশংকামুক্ত। আগামীকাল বৃহস্পতিবার সার্জারী ডাক্তারের মাধ্যমে ভিতরে কোন জখম আছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ভিকটিমের পিতা মজিদ আলী জানান, আমার ছেলেকে টাকার প্রলোভন দেখিয়ে মাহিমের ঘরে নিয়ে বলৎকার করেছে। আমার শিশু ছেলে এখন মুমুর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আমি এই আসামীর কঠিন বিচার চাই। রামেরগাও গ্রামের মধ্যে বাড়িতে বাড়িতে নিজ বংশের মধ্যে বিয়ের প্রথা আগে থেকেই প্রচলিত রয়েছে। আদিম কাল থেকেই রামেরগাও গ্রামের প্রায় ৬০% লোক এই ভাবে বিয়ের পিড়িতে বসে আসছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মিজানুর রহমান বলৎকারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে আসামী মাহিম দেওয়ানের বিরুদ্ধে ৯ এর (১) এর ধারায় মামলা হয়েছে। যার নং (১৬)।