বুধবার (৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ শহর বাজারের নাহার করপোরেশনকে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে এলপিজির গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে ৪ হাজার টাকা জরিমানা এবং মুক্তারপুর এলাকায় লাকী এন্টারপ্রাইজকে একই অপরাধে ২০ হাজার টাকা জরিমানা ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল রোড এলাকায় নুসরাত মটরসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জের সহকারী পরিচালক জনাব মো: আব্দুস সালাম।
এসময় তাকে সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপনন কর্মকর্তা এবিএম মিজানুর হক ও মুন্সীগঞ্জ ব্যাটালিয়ন আনসারে একটি বিশেষ টিম।#