রবিবার, ১৯ মে ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
শ্রীনগরে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত শ্রীনগরে জাতীয় নির্বাচন উপলক্ষে যুবলীগের আলোচনা সভা ও র‍্যালি শ্রীনগর পাটাভোগে তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় নির্বাচন উপলক্ষে আলোচনা সভা  শ্রীনগরে রোকেয়া দিবসে সম্মাননা পেলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরুজা বেগম শ্রীনগর ষোলঘরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও সচেতনা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক এডাব মুন্সীগঞ্জ জেলার মানববন্ধন মুন্সীগঞ্জ- ৩ আসনে মনোনয়ন ফরম কিনলেন হাজী মুহাম্মদ ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ -১আসনের মনোনয়ন পত্র গ্রহণ করলেন উপজেলা আঃলীগের সভাপতি তোফাজ্জল হোসেন শ্রীনগর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২ আহত-৮

শ্রীনগরে পবিত্র কোরআন অবমাননা করায় যুবক আটক 

মোস্তাকিম আহমেদ আলিফ / ১৯৪ বার
আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৩:০৮ অপরাহ্ন

মোস্তাকিম আহমেদ আলিফ:
মুন্সীগঞ্জের শ্রীনগরে গত প্রায় এক মাস ধরে মন্দির ও মসজিদের বাথরুমসহ বিভিন্ন স্থানে পবিত্র কোরআন শরিফ রেখে অবমাননা করায় সাব্বির(২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারী) বিকেলে গ্রেফতারকৃত যুবককে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত সাব্বির উপজেলার বাঘড়া ইউনিয়নের বাঘড়া এলাকার দিনমজুর আক্তার হোসেনের ছেলে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত প্রায় ১ মাসখানে ধরে উপজেলার বাঘড়া ইউনিয়নের বাঘড়া এলাকায় বিভিন্ন মসজিদের বাথরুম ও হিন্দুদের মন্দিরে পবিত্র কোরআন শরিফ রেখে সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে আসছিল একটি চক্রমহল।
চক্রটি গত ১৭ জানুয়ারী প্রথম পশ্চিম বাঘড়ার একটি মসজিদের বাথরুমে পবিত্র কোরআন শরীফ ফেলে রাখে। এরপর থেকে রাস্তা,নর্দমাসহ বিভিন্ন স্থানে প্রায়ই কোরআন শরীফের ছেড়া অংশ পাওয়া যায়। এই ঘটনা চলতে থাকে টানা ১০ দিন পর্যন্ত। মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পর্যবেক্ষন করেন।
গত ৯ ফেব্রুয়ারি রাতে বাঘড়া রাজবংশী পাড়ার মনসা মন্দিরের ঘটের উপরে একটি কোরআন শরীফ খুলে রেখে দেওয়া হয়। সকালে মন্দিরে পূজা দিতে গেলে বিষয়টি চোখে পড়ে মন্দির কর্তৃপক্ষের। গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি একই রকম ভাবে দুটি মসজিদের প্রসাবখানায় কোরআন শরিফ রেখে দেওয়া হয়। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাঘড়া মিয়া বাড়ি জামে মসজিদের প্রসাবখানায় কোরআন শরিফের কয়েকটি পাতা ছিড়ে রাখার সময় সাব্বির(২২) নামে ঐ যুবককে পশ্চিম বাঘড়া এলাকার কালুর ছেলে আরমান (১০), চান্দুর দুই ছেলে সামিউল (১০) ও আকরামুল (১০) তাকে দেখে ফেলে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সাব্বির দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে গত ১৫ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে তাকে বাঘড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশেল জিজ্ঞাসাবাদে সে জানায়, সাব্বির ও অজ্ঞাত নামা আরো ২/৩জন মিলে এই কদিন ধরে ধর্মীয় উস্কানি দিতে লাগাতার ভাবে কোরআন শরিফ অবমাননা করে আসছে জানায়।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ তদন্ত করে অজ্ঞাতনামাদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছে।


আরো খবর...
Theme Created By ThemesDealer.Com