বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
শ্রীনগরে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত শ্রীনগরে জাতীয় নির্বাচন উপলক্ষে যুবলীগের আলোচনা সভা ও র‍্যালি শ্রীনগর পাটাভোগে তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় নির্বাচন উপলক্ষে আলোচনা সভা  শ্রীনগরে রোকেয়া দিবসে সম্মাননা পেলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরুজা বেগম শ্রীনগর ষোলঘরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও সচেতনা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক এডাব মুন্সীগঞ্জ জেলার মানববন্ধন মুন্সীগঞ্জ- ৩ আসনে মনোনয়ন ফরম কিনলেন হাজী মুহাম্মদ ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ -১আসনের মনোনয়ন পত্র গ্রহণ করলেন উপজেলা আঃলীগের সভাপতি তোফাজ্জল হোসেন শ্রীনগর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২ আহত-৮

টঙ্গীবাড়ী‌তে শেষ সময়ে সরিষা তোলায় ব্যস্ত কৃষকেরা

রিপোর্টার / ২১২ বার
আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১২:০০ অপরাহ্ন

 

মোঃ‌লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জঃ

টঙ্গীবাড়ী উপজেলায় এ বছর সরিষার বাম্পার ফলন হয়েছে। শেষ সময়ে সরিষা ঘরে তুলতে ব্যাস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা । এ বছর টঙ্গীবাড়ী উপজেলার প্রত্যেক গ্রামেই ছিলো সরিষার হলুদে ফুলের সমারোহ। এসব ফুলে মৌমাছিরা মধু সংগ্রহেও ব্যস্ত ছিলো ।

কয়েকদিনের ব্যবধানেই এসব ফুলের পরিবর্তে ফল হয়ে সবুজ দানায় পরিপূর্ণ হয়েছে সরিষা। সে দানায় আশায় বুক বেঁধেছে চাষীরা। এখন জমি থেকে সরিষা তোলায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা। তাদের প্রত্যাশা সরিষা বিক্রিতে ন্যায্যমূল্য পেলে লাভবান হতে পারবেন বলে আশা করছেন কৃষকরা। সরেজমিনে টঙ্গীবাড়ী উপজেলার যশলং ও দী‌ঘিড়পাড় ইউনিয়নে গিয়ে দেখা যায়, কৃষক কৃষাণীরা সরিষার তোলায় ব্যস্ত সময় পার করছেন তারা।

সময়মতো বীজ বপন, সার-কীটনাশক দেওয়া ও আবহাওয়া ভালো থাকায় আশানুরূপ ফলন ফলন পাওয়ার সম্ভাবনা করছেন তাঁরা। আটকান গ্রামের কৃষক হাসান আলী, জালাল শেখ ও রিয়াদ ইসলাম আমা‌দের কে জানান,

গতবারের চেয়ে এ বছর সরিষার ফলন বেশী হয়েছে। শেষ সময়ে কৃষক-কৃষাণী নিয়ে সরিষা তোলার কাজে ব্যাস্ত সময় পার করছি। বর্তমানে তেল এবং খৈলের দ্বিগুন দাম বৃদ্ধি পাওয়ায় আশা করছি এবার সরিষার ভাল দাম পাওয়া যাবে। তবে দাম ভালো পেলে আগামীতে সরিষার আবাদ আরো বাড়াবো।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃজয়নুল আবদেীন বলেন, এ বছর টঙ্গীবাড়ী উপজেলায় ৪শ’ ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদের করা হয়েছে।‌তি‌নি আ‌রো ব‌লেন হাসাইল বানারী ইউ‌নিয়‌নের সন্পূর্ন নতুন ১০০শ হেক্টর বে‌শি জম‌ি তে স‌রিষার চাষ হয়ে‌ছে ।আমরা সরকারী ভা‌বে ১০০০জন কৃষক‌দের মা‌ঝে স‌রিষার বীজ বিনা মূল‌্যে বিতরন ক‌রে‌ছি ।তাছাড়া টঙ্গীবাড়ী কৃ‌ষি কর্মকর্তা‌দের নিজ উদ্দ‌ে‌্যগে ২৫০ কৃষক‌দের মা‌ঝে বিনা মুল‌্যে স‌রিষার বীজ বিতরন করা হ‌য়ে‌ছে ।


আরো খবর...
Theme Created By ThemesDealer.Com